² ডিআরসি এর জন্য প্রযোজ্য ফি জমা রশিদের মূল কপি (৫৫৫/-) ও এক সেট ফটোকপি (A4 সাইজ);
² রেজিস্ট্রেশন সার্টিফিকেট/প্রাপ্তিস্বীকার রশিদ এর মূল কপি ও এক সেট ফটোকপি (A4 সাইজ);
² জাতীয় পরিচয়পত্র/ড্রাইভিং লাইসেন্স (স্মার্ট কার্ড)/মেশিন রিডেবল পাসপোর্ট এর মূল কপিসহ এক সেট ফটোকপি;
ক) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য বায়োমেট্রিক্স প্রদানে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণের পদ্ধতি:
মোবাইলের এসএমএস অপশনে গিয়ে NP
খ) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট গ্রহণের জন্য নিমেণাক্তভাবে এ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে:
মোবাইলের এসএমএস অশনে গিয়ে NP
গ) ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রতিলিপি (মুল কপি হারিয়ে গেলে):
² নির্ধারিত ফরমে আবেদন;
² প্রযোজ্য ফি জমাদানের রশিদ;
² সংশ্লিষ্ট নমুনা স্বাক্ষর ফর্মে ইংরেজিতে নাম পিতা/স্বামীর নামসহ পূর্ণ ঠিকানা ও ৩(তিন) কপি স্ট্যাম্প সাইজের ছবিসহ ফরমের অন্যান্য সকল তথ্য প্রদান। গাড়িটি কোম্পানী, ব্যাংক বা অন্য কোন প্রতিষ্ঠানের মালিকানাধীন হলে তাদের নিজস্ব লেটার হেড প্যাডে চিঠি, সংশ্লিষ্ট ফরমে নমুনা স্বাক্ষর এবং ইংরেজিতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাসহ অন্যান্য তথ্য;
² গাড়ির নম্বরসহ ফি জমা রশিদ প্রদর্শণ এবং ট্যাক্স, ফিটনেস ও রম্নট পারমিটের (প্রযোজ্য ক্ষেত্রে) হালনাগাদ ফটোকপি, হালনাগাদ না থাকলে গাড়ি সরেজমিনে পরিদর্শণের জন্য অফিসে হাজির করা। যদি রেজিস্ট্রেশন সনদ হারানো যায়, তবে উপরোক্ত তথ্যসহ নিমেণর তথ্যাদি প্রদানঃ
=> থানার জিডির কপি;
=> নন এফ আইআর মামলা সংক্রামত্ম পুলিশের ট্রাফিক বিভাগের ছাড়পত্র;
=> আবেদনকারীর স্বাক্ষরের গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অফিসে উপস্থিত হয়ে আবেদনপত্রে স্বাক্ষর প্রদান ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস